I am so clever that sometimes I don’t understand a single word of what I am saying.

— Oscar Wilde

অচিন দেশের মাঝি ভাইরে

Kari Amir Uddin – Ochin Desher Majhi Bhai Re (Kajol Dewan)

অচিন দেশের মাঝি ভাইরে,
তুমি কোন দেশে যাও বাইয়া?
বাকা গায়ের নদী বেয়ে,
রঙিন পাল উড়াইয়া॥
তুমি কোন দেশে যাও বাইয়া?

শুন মাঝি ভাই, তোমায় জানাই, একটু ধীরে বাও,
কইয়ো খবর বাবার কাছে, দেখা যদি পাও,
কইয়ো, নাইওর নেবার মানুষ পাঠাও,
পানসি নাও সাজাইয়া॥
তুমি কোন দেশে যাও বাইয়া?

বাবা যদি হয়না রাজি, নিবে না নাইওর,
বিনয় করে কইও মাঝি, আর একটা খবর
কইয়ো, এই আষারের স্রোতের লহর,
যাবে রে ফুরাইয়া॥
তুমি কোন দেশে যাও বাইয়া?

বুঝবে কে, আমীর উদ্দীনের দুঃখের’ই নিশ্বাস?
দুর দেশে ফেলিবেরে বাবা আগে, করিনি বিশ্বাস,
কইও আমারে দিয়ে পরবাস,
থাকুক সুখী হইয়া॥
তুমি কোন দেশে যাও বাইয়া?

Kari Amir Uddin – Ochin Desher Majhi Bhai Re (Kajol Dewan)

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply