To live is the rarest thing in the world. Most people exist, that is all.

— Oscar Wilde

আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু

Amay Eto Dukkho Dili Bondhu Re | Jk Majlish feat. Shilpi Biswas | Igloo Folk Station | Rtv Music

আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর পিরিতের দেওয়ানারে দেওয়ানা
মন জানে আর কেউ জানে না।।

প্রাণ বন্ধুরে…
কাষ্ঠ-লোহায় পিরিত করে নৌকাটি সাজাইয়া পরে
দুইয়ে মিলে যুক্তি করে, শুকনাতে থাকে না।।
তারা জলের বুকে জীবন কাটায়রে বন্ধু
এখন জলের তরে ভাসে পীরিতরে বন্ধু
জল ছাড়া কেউ বাচে নারে বাচে না

প্রাণ বন্ধুরে…
তোমাকে পাইব বলে ইহ জনম যায় বিফলে
মায়া-ফাঁসি পড়লে গলে সুখ তাতে থাকে না।।
আমার কলিজা হইয়ারে ছিদ্র রে বন্ধু
(………?)

———————
(বাড়তি অংশ)
ও বন্ধুরে…
কাঁদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী
জন্ম হইতে আজো বুঝি তোমায় আমি পাইলাম না।।
যে যাহারে ভালবাসে রে বন্ধু,
ব্যবহারে যাইছে নারে যায় যায় না (?)…

(অসম্পূর্ণ)

amay eto dukkho dili bondhu lyrics

Song: Amay Eto Dukkho Dili Bondhu Re
Lyric & Tune: Colleted

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply