Work out your own salvation. Do not depend on others.

— Buddha

হারিয়ে যাও তুমি

ARBOVIRUS – HARIYE JAO

অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তার পর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে


তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনো ভাবেই

আমরা ভাবি সব আসবে ফিরে

পুরনো অনুভূতি পুরনো মানুষে

হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হয়ত কারো দোষ নেই
হয়ত কিছু করার নেই
অবসাদ জয় করেছে ভালবাসা

হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে

হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও তুমি

হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও তুমি

হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও তুমি

হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও তুমি

hariye jao arbovirus lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply