In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

সুন্দর ভুবনে তুমি ভগবান

সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান।।
আমার কেউ নাই তাই তোমারে জানাই।।
তুমি জীবন মোর তুমি মোর প্রাণ
সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান।

যার কেউ নাই ওগো তুমি নাকি তার
অকূল সংসারে তাই দিয়েছি সাঁতার
পাবোই পাবো ওগো দেখাটি তোমার।।
জ্বলন্ত অনন্তদেব করুনা নিদান।
সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান।

ভবার ভাবনা মাঝে এ ভব কান্ডারী
ভয় কি আমার ঠাকুর ওহে শ্রীহরি
কোন কালে না হয় ওগো ছাড়াছাড়ি।।
সদয় পিছনে আছ দীপ্ত মূর্তিমান।
সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান
সুন্দর ভুবনে তুমি ভগবান।

সুন্দর ভুবনে তুমি ভগবান || Sundar Bhubone Tumi Bhagaban || ভবা পাগলার গান

sundor bhubone tumi bhogoban lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply