Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

সুন্দর গোপাল নন্দ দুলাল, ব্রজের রাখাল শ্রীহরি

সুন্দর গোপাল নন্দ দুলাল,
ব্রজের রাখাল শ্রীহরি।।
সোনার নূপুর পায়,
নাচিয়া নাচিয়া যায়।।
বাঁশরী বাজায় হরি,
রাধা রাধা নাম ধরি।।
সুন্দর গোপাল নন্দ দুলাল
ব্রজের রাখাল শ্রীহরি।
মুকুটে ময়ূরের পাখা,
রাধা নাম তাতে লেখা,
আঁখি দুটি বাঁকা চঞ্চল ভারী।।
কদম্ব তলায় গোবিন্দ খেলায়।।
ছল করে খেলে কত লুকোচুরি।।
সুন্দর গোপাল নন্দ দুলাল
ব্রজের রাখাল শ্রীহরি।
চাঁচর চিকন কেশ,মদন মোহন বেশ,
নাচে হরি ঋষিকেশ ময়ূর মূয়রী।।
অলকা তিলকা ভালে,
বনফুল মালা গলে।।
যমুনা উজান চলে সুন্দর হরি।।
সুন্দর গোপাল নন্দ দুলাল
ব্রজের রাখাল শ্রীহরি।
বাৎসল্য মায়ায় যশোদা মাঈ,
তব কৃপা চাহে কানাই হামারি।।
ভবা পাগলে গায়,
নাচে হরি রাঙা পায়।।
আসিয়া মমপুরী কর ব্রজহরি।।
সুন্দর গোপাল নন্দ দুলাল
ব্রজের রাখাল শ্রীহরি।
সোনার নূপুর পায়,
নাচিয়া নাচিয়া যায়।।
বাঁশরী বাজায় হরি,
রাধা রাধা নাম ধরি।।
সুন্দর গোপাল নন্দ দুলাল,
ব্রজের রাখাল শ্রীহরি।।
(কথা: ভবা পাগলা
কণ্ঠ: সন্ধ্যা রাণী বালা)

sundor gopal nondo dulal lyrics

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0