সারারাত জ্বলেছে নিবিড়
ধূসর নীলাভ এক তারা
তারই কিছু রঙ নাও তুমি
তারই কিছু রঙ নাও তুমি
সারারাত জ্বলেছে নিবিড়
ধূসর নীলাভ এক তারা
তারই কিছু রঙ নাও তুমি
তারই কিছু রঙ নাও তুমি
শহরে জোনাকি জ্বলে না নয়তো
কুড়োতাম সে আগুন নীল হয়তো
যা কিছু নেই, নাইবা হলো সব পাওয়া
না পাওয়ার রঙ নাও তুমি
না পাওয়ার রঙ নাও তুমি
বড়ো বেরঙিন আজকাল
কাছাকাছি কোনো রঙ পাই না
বড়ো বেরঙিন আজকাল
কাছাকাছি কোনো রঙ পাই না
তাই দিতে পারি না কিছু
কিছুই রাঙানো হলো না নয়তো
আগামীর রঙে ছোপাতাম হয়তো
এই মলিন আর এ ধূসর পথ চাওয়া
এ চাওয়ার রঙ নাও তুমি
এ চাওয়ার রঙ নাও তুমি
না পাওয়ার রঙ নাও তুমি
আগামীর রঙ দাও তুমি
Composition: Kabir Suman
Lyrics: Kabir Suman
Sara raat jolechhe nibir lyrics
sara raat joleche nibir
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1