সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে আমার হয়ে
হয়ত দুরের চেনা আকাশে
রঙ্গিন স্বপ্ন বোনা বাতাসে
আমায় ডেকেছিলে খুব নিরবে
তাই আমি সেথাই হারাই
যেথাই তুমি আমায় ভাসাও
যেথাই তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথাই হারাই
যেথাই তুমি আমায় হাসাও
যেথাই আবার ডানা মেলে উড়ে যাবে

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি দূরে দূরে আমার হয়ে

কত সুর কত গান কত কবিতা
আজ সবই ছায়া
চেনা সেই ঘাসফুল গুলো সব আজও
ছন্নছাড়া!
এখানে ওখানে যেখানে শুধু তোমারি মায়া
ফিরে যাই বারেবার সেখানে হয়ে দিশেহারা
অভিমান মুছে আবার আমায় ডাকতে পারো
হৃদয়ের কথা গুলো বলতে পারো
মিষ্টি কোনো ভোরে উদাসী হাওয়া
আমায় সাথে নিয়ে ভাসতে পারো

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে আমার হয়ে
তাই আমি সেথাই হারাই যেথাই তুমি আমায় ভাসাও
যেথাই তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথাই হারাই যেথাই তুমি আমায় হাসাও
যেথাই আবার ডানা মেলে উড়ে যাবে

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি দূরে দূরে আমার হয়ে

Minar Rahman – Shagorer Tirey lyrics ( Official Music Video 2022)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply