তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না৷ –49:12

— পবিত্র কোরআন

লাল গোলাপ

সেই লাল গোলাপের খোঁজ রাখে নি কেউই!
অথচ কথা ছিল সেই গোলাপে করে
একগুচ্ছ ভালোবাসা উপহার দেয়ার!
লাল গোলাপ টা তো শুধু একটা বাহানা ছিল তাকে ভালোবাসার!

অথচ গোলাপকে তুচ্ছ করে,
তার কাঁটা দিয়ে আঘাত করে গেল সে….
রক্তলাল গোলাপের মতোই
কিছু আঁচর থেকে ঝরলো কিছু তরল;
সে ফিরেও দেখল না সেই ক্ষত…
অথচ আমার ঔষধ হবার কথা ছিল তার!

লেখক: নুরজাহান তাবাসসুম দিয়া

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply