ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

রাত নামে দু’চোখে

[রাত নামে দু’চোখে ঘুম জড়ায়,
লাল পরী,নীল পরীর কল্পনায়]-২
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী,নীল পরীর কল্পনায়।
জোনাকি জ্বলে আর নিভে যায়
রাত পাখি আঁধারে ডেকে যায়
প্রহরে প্রহরে আকাশে ঐ দূরে
[জাগেরে তারারা কী আশায় ?]-২
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
[সেই আশায় দিন আমার কেঁটে যায়,
ফুটবে যে কবে ফুল ভরসায়]-২
সুখেরই সেই দিন আসবে যে একদিন
[দিন গোনে মন যে তাই আলো ছায়ায়]-২
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী,নীল পরীর কল্পনায়
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী,নীল পরীর কল্পনায়।

Raat Name Du Chokhe
ছায়াছবি: রাজু আঙ্কেল (২০০৪)
সংগীত: অশোক রাজ
শিল্পী: সনু নিগম

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0