We accept the love we think we deserve.

— Stephen Chbosky

পৃথিবীটা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে

তোমার সঙ্গে দেখা হল
এই কিছুক্ষণ
পৃথিবীটা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে
আর ফেরা হবে না কখনও
দেখে নিও
জলের কাছে গিয়েছিলাম
ঘাসের কাছেও
রোদ্দুরেও ছিলাম অনেক
রাত্রি এল, রাত্রি গেল অন্ধকারে

তোমার সঙ্গে দেখা হল
এখানেই ছিল শয়নঘর
কান্নার মুহূর্তগুলি,তুলোর বালিশ
স্বপ্ন দেখে একলা হওয়া
আত্মহত্যার ভাবনাগুলিও আসত তখন

কথা বলতে পারিনিকো
মধ্যরাতে পেঁচা ডাকত
কালপেঁচারা এসভ্যতা পাহারা দিত!

নিজেই নিজের দীর্ঘশ্বাসে
কেঁপে কেঁপে
সোনালি ভাত,রুপোলি ভাতের কাছে
হাঁটুমুড়ে বসেছিলাম
আসলে সব জ্যোৎস্নামাখা পাথর
প্রাণ ছিল না
সকালবেলা উঠোন জুড়ে কাক
মনে মনে তোমার সঙ্গে দেখা হল
আসলেই তা কাকতালীয়

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply