যারে যাবি যদি যা

যারে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল
ভুলে গিয়েছি।।
যারে বাঁধন কেঁটে যা
যারে হৃদয় ভেঙ্গে যা।
শুনেছি খাঁচার পাখি
আপন হবার নয়
জানি রে জানি তোকে
ভালোবাসা ভালো নয়।
যারে আকাশে উড়ে যা
যারে পথ ভুলে যা
জানি রে এ জীবনে
তোকে পাবার নয়।
আকাশের ঠিকানা
খুঁজে পাবার কথা নয়।।

যারে যাবি – বশীর আহমেদ

jare jabi jodi ja lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply