In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

যতদূরে থাকো আমায় ভুলে

গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার : সতীনাথ মুখোপাধ্যায়
🎤 সতীনাথ মুখোপাধ্যায়

যতদূরে থাকো আমায় ভুলে
আমি জানি তুমি আমারই আছো
চোখে আর দেখা না হয় নাইবা হলো
মন তো আমার ভরেছো
সেই নাম ধরে ডেকে চলেছি
সাড়া দিলে আর নাইবা দিলে গো
আজো সেই তুমি আমারই মনে
তেমনি তো আছো যেমন ছিলে গো
হার মানা হারে তাই বারেবারে
জয় তো আমায় করেছো
অনুযোগ কারো কাছে তো
করি নি আমি গানে গানে
কত সুখের এই বেদনা ওগো
সে শুধু আমারই মন জানে
দীপ নেভা রাতে ঘন আঁধারে
তাই জ্বলে উঠে এত আলো
সেই আলো দিয়ে আমি দেখে যাই
কত যে তোমায় বাসি ভালো
তাই তো আমারই এই পৃথিবীতে
স্বর্গ তুমি গড়েছো …. ॥

SONG
Jato Dure Thako Amay Bhule lyrics
ARTIST
Satinath Mukherjee
ALBUM
Hits Of Satinath Mukherjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply