The way to get started is to quit talking and begin doing.

— Walt Disney

মেঘ কালো, আঁধার কালো

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : নচিকেতা ঘোষ
🎤 হেমন্ত মুখোপাধ্যায়

মেঘ কালো, আঁধার কালো
আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কুল
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল
মেঘ কালো, আঁধার কালো
কাশ যে সাদা, ধেনু সাদা,
আর সাদা খেয়ার পাল
সাদা যে ওই স্বপ্নমাখা রাজহংসের পাখা
তার চেয়েও সাদা কন্যা তোমার হাতের শাঁখা
মেঘ কালো, আঁধার কালো
লজ্জা রাঙা, সিঁদুর রাঙা,
আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশে ওই যে অস্তরাগ
কন্যা, সবার চেয়েও রাঙা
তোমার আলতার ওই দাগ
মেঘ কালো, আঁধার কালো
শস্য সবুজ, পাতা সবুজ,
আর সবুজ টিয়া পাখি
দূর্বা সবুজ, তার সাথে যে চিরসবুজ বন
সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুঝ মন
মেঘ কালো, আঁধার কালো,
আর কলঙ্ক যে কালো
মেঘ কালো, আঁধার কালো,
আর কলঙ্ক যে কালো
Music
SONG
Megh Kalo Andhar Kalo lyrics
ARTIST
Hemanta Mukherjee,Nachiketa Ghosh
ALBUM
Ami Je Tomari – Romantic Hits (Hemanta Mukherjee)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply