May all beings have happy minds.

— Buddha

মা ও প্রকৃতি

বিশ্বের সবচেয়ে দামী গাড়ি, নয় বাড়ি নয়।
পৃথিবী সবচেয়ে দামী মা।
প্রকৃতি ও মা।

আজ আমরা সবাই দোষী।
গাছ কেটে ফেলেছি কিন্তু মা যে কষ্ট পাচ্ছে
সে খেয়াল আমরা রাখি না।

আমাদের বিপদ আমরাই ডাকছি।
অনেক লোকের মাঝে খানে যাচ্ছি
কিন্তু সচেতন নাগরিক আমরা না।

মা পৃকতি রেগে আছে আজোও
করোনা এখন ও আছে।
আমরা ও আছি আমাদের মতো।

Writer: Chowdhury Anni

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply