Life is either a daring adventure or nothing at all

— Helen Keller

ভোলা মন মনের কথা

ভোলা মন মনের কথা
Bhola Mon Moner Katha
ছায়াছবি: বনপলাশীর পদাবলী (১৯৭২)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী: শ্যামল মিত্র
ভোলা মন হায়
মনের কথা কারে বলি আর
এমন করে ছিঁড়ল কেনে
একতারাটার তার
ও উদাস বাউল নেই তো বাউল আর
ভোলা মন,মন আমার।
[কাঁদতে গিয়ে হাসি কেনে
হাসতে গিয়ে কাঁদি
ভালোবাসার আদালতে
হইলাম আমি বাদী]-২
সংসারেতে সাজিলাম যে সং
এই বুঝেছি সার
মনের কথা কারে বলি আর
এমন করে ছিঁড়ল কেনে
একতারাটার তার
ও উদাস বাউল নেই তো বাউল আর
ভোলা মন
এত বড় আকাশতলে
জীবন কেনে ছোট?
পিরিতির ফুল মনবৃক্ষে
ঝরবে জেনেই ফোটো
জানি না তো কে যে আমার
আমি যে হায় কার?
মনের কথা কারে বলি আর
এমন করে ছিঁড়ল কেনে
একতারাটার তার
ও উদাস বাউল নেই তো বাউল আর
ভোলা মন,মন আমার।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply