ভুল করে ভালোবেসে যাই শুধু জ্বলে
এই জ্বালাই বুঝেছিল প্রেম কারে বলে
হায় প্রেম ভাংচুর প্রেম
এই মন আমার ছিল বাধা তাই
শুধু ছুটে যেতো তোমার আশায়
ভালোবাসা কি বুঝেছি আমি
তোমাকে দিয়ে হৃদয়
হায় প্রেম ভাংচুর প্রেম
সানাই সুরে সুরে পাল্ কি যায় চলে
রাঙ্গাতে দাও তুমি অন্য হৃদয়
কিসের ই কারনে এমন ই হয়
শুধু বলো না যাওয়ার সময়
হায় প্রেম ভাংচুর প্রেম
শিল্পীঃ নিউ ইভস
অ্যালবামঃ ভাংচুর প্রেম
সুরকারঃ নাসির
গীতিকারঃ মিঠু
বছরঃ ১৯৯১
vul kore valobashe jai shudu chole lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1