বিষ্ণু এলেন ধরাধামে
Bishnu Elen Dhoradhame
ছায়াছবি: মহাবীর কৃষ্ণ
কথা: প্রবীর দত্ত
সঙ্গীত: দিলীপ রায়
শিল্পী: দেবাশিস দেব
[বিষ্ণু এলেন ধরাধামে বিনাশীতে দুষ্টরে
পালিবারে শিষ্টরে]-২
[কালো মেঘে বিজুলী চমকায়
বসুদেব পথ ভুলে কেবলি থমকায়]-২
[পায়না খুঁজে পথ যে হায়
শৃগাল তারে পথটি দেখায়]-২
বিষ্ণু এলেন ধরাধামে বিনাশীতে দুষ্টরে
পালিবারে শিষ্টরে।
[মাথার শিশু পড়ল যমুনাতে,
পায়না খুঁজে আঁধারি এ রাতে]-২
পেল যখন খুঁজে তাহারে,
রং বদলে গেছে আহা রে!
[সর্প মেলে ছত্রখানি,শৃগাল দেখায় পথ]-২
গড়বে এবার সবাই মিলে
নতুন মহাভারত
নতুন মহাভারত
নতুন মহাভারত।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1