Your time is limited, so don’t waste it living someone else’s life. Don’t be trapped by dogma – which is living with the results of other people’s thinking.

— Steve Jobs

বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর

১। বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম
খ. বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ
গ. মৃণালিনী, দুর্গেশনন্দিনী, ইন্দিরা
ঘ. বিষবৃক্ষ, ইন্দিরা, সীতারাম
উত্তর : ক
২। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
ক. অশোক
খ. সাজাহান
গ. সরোজিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তর : ঘ
৩। কাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. সুভাষ মুখোপাধ্যায়
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ
৪। মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
ক. এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
খ. এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
ঘ. এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তরঃ গ
৫। ‘অমর জীবনী’ নামক আত্মচরিতটির রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ গ
৬। ‘মহাশ্মশান’ মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?
ক. ১৭২৬
খ. ১৭৬১
গ. ১৫৫৬
ঘ. ১৫২৬
উত্তরঃ খ
৭। বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. বৈষ্ণব পদাবলী
গ. গীত গোবিন্দ
ঘ. চৈতন্যচরিতামৃত
উত্তর : ক
৮। আলাওল কার পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?
ক. মাগন ঠাকুর
খ. দৌলত কাজী
গ. সৈয়দ সুলতান
ঘ. ফকির গরীবুল্লাহ
উত্তর : ক
৯। আপনা মাংসে হরিণা বৈরী’- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত
ক.চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. অন্নদামঙ্গল
উত্তর : ক
১০ । রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. নৌকাডুবি
খ. ক্ষুধিত পাষাণ
গ. চিরকুমার রাজসভা
ঘ. ঘরে বাইরে
উত্তর : খ
১১। ‘মহেন্দ্র>বিনোদিনী>আশালতা>কিহারী ‘ কোন উপন্যাসের নায়ক-নায়িকা?
ক. গোরা
খ. চোখের বালি
গ. যোগাযোগ
ঘ. ঘরে বাইরে
উত্তর খ
১২। ‘কত ছবি, কত গান’- এর লেখক?
ক. শামসুচ্ছুদ্দিন আবুল কালাম
খ.আলাউদ্দিন আল-আজাদ
গ. আবুল ফজল
ঘ. খন্দকার মোহাম্মদ ইলিয়াস
উত্তর : ঘ
১৩।সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?
ক. কায়কোবাদ
খ.ফররুখ আহমদ
গ.গোলাম মোস্তফা
ঘ. আল মাহমুদ
উত্তর : খ
১৪। মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন—
ক. সুফিয়া কামাল
খ. ফররুখ আহমেদ
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
উত্তর : গ
১৫। লোকসাহিত্য সাধারণত কোন সম্প্রদায় বা জনগোষ্ঠীর-
ক. লিখিত সাহিত্য
খ. অলিখিত সাহিত্য
গ. সংকলিত সাহিত্য
ঘ. পারিবারিক সাহিত্য
উত্তরঃ খ
১৬। মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
ক. মহুয়া
খ. মলুয়া
গ. চন্দ্রাবতী
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ
১৭।মুক্তিযুদ্ধভিত্তিক ‘ক্ষুদে সোশ্যালিস্ট’ গ্রন্থটির রচয়িতা কে ?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ সামছুল হক
গ. আনোয়ার পাশা
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : ক
১৮। নীল দংশন” ও “নিষিদ্ধ লোবান”
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুটির লেখক?
ক. শওকত ওসমান
খ. সৈয়দ সামছুল হক
গ. আনোয়ার পাশা
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর : খ
১৯ ‘ নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা”
পংক্তিটি কার?
ক. রামনিধি গুপ্তের
খ. গোলাম মোস্তফা
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তর : ক
২০। ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পদক প্রদান করে ?
ক. ২০০৪
খ. ১৯৪০
গ. ১৯৬০
ঘ. ১৯৭৬
উত্তর : গ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply