Friendship … is born at the moment when one man says to another “What! You too? I thought that no one but myself . . .

— C.S. Lewis, The Four Loves

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে
গীতিকারঃ সৈয়দ শাহ নূর

বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে ।।
অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে……।
বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে……
নদী পাড় হইতে গেলাম নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা সরে দুরে দুরে
হায়রে বন্ধু তোর লাইগা রে……
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে……

bondhu tor laiga re amar tonu joro jor lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0