হে শ্রমিক ভাই কাজ করিয়া পাওনি বেতন
ক্ষিদে পেটে হাহাকার।
এই যে দেশের প্রভাবশালী
সম্পদটা কি একা তোমার?
কাদের পিটে পা রাকিয়া হয়েছো প্রভাবশালী?
গরিবকে টাকা দান করিতে বলো আমার পকেট খালি।।
তাদের কষ্টের কারনে তুমি আজ হয়েছো প্রভাবশালী।
তুমি পরো পেন্ট কুট তাদের পোশাকে তালি।
বক্তব্যে বল মানবতা আমাদের ধর্ম
সেই হিসাবে পাইনি তোমাদের কোনো কর্ম।।
হে প্রভাবশালী পান্তা ভাত খেয়ে বেরহয় কত শ্রমিক সকালে।
কখনো আবার তাদের পুরো পরিবার না খেয়ে তাকে বিকালে।।
তারিখঃ০৩/০৪/২০২০
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1