ছুটির দরখাস্তে
হাওয়া দিলো আস্তে উতলা উড়ানে
অপেক্ষা ঠিক কাকে বলে
শুধু এই দিনগুলো জানে।
বাজছে বেতার,
মুছছে সে তার জমা ধুলোর সাজ
ঘুম ভেঙে আজ উঠছে দেখো
নতুন জামার ভাঁজ
আকাশের জখম যত
মেঘের তুলোয় পড়ল ঢাকা
ঘাসেদের শিশির-আসর
শিউলি ফুলের গন্ধ মাখা
প্রথম শাড়িতে কিছু
অবাধ্য বাতাসের আনাগোনা হোক
তোমার ভ্রু-পল্লবে
হোঁচট খাবেই ভাবে প্রেমিকের চোখ!
চণ্ডীতলায় বুঝি
কুমোরের তুলি চোখ এঁকে দিলো ঠিক
এমন সময় এলে
নামতায় ভুল হবে, খুব স্বাভাবিক!
ছুটির দরখাস্তে
হাওয়া দিলো আস্তে উতলা উড়ানে
অপেক্ষা ঠিক কাকে বলে
তাই এই দিনগুলো জানে।
কারখানা শেষে বোনাসের টাকা
মায়ের তাঁতের শাড়ি!
আমি বায়নায় ক্যাপ বন্দুক
একচালা বারোয়ারি…
বহুদিন বাদে বন্ধুর দেখা
পাশের পাড়াতে উঁকি
নতুন প্রেমের করতল ছুঁয়ে
আদরের আঁকিবুঁকি।
ঘড়িদের ঋণ ভুলে এ কদিন
মুছে রাখি যত বাধা।
দিদার বয়ামে প্রাণভোমরা
নারকেল নাড়ু সাদা…
উস্কে উঠবে সদ্য ফোস্কা
রাস্তার ধারে রোল
অপু দুর্গার কাশবন থেকে
ভেসে আসে ঢাক-বোল
ছুটির দরখাস্তে
হাওয়া দিলো আস্তে উতলা উড়ানে
অপেক্ষা ঠিক কাকে বলে
শুধু এই দিনগুলো জানে।
শুধু এই দিনগুলো জানে….
তাই এই দিনগুলো জানে…
শুধু এই দিনগুলো…
Pujabarshiki lyrics | Taalpatar Shepai | Durga Puja Song
Leave a Reply
You must be logged in to post a comment.