আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

পাহাড়ের কান্না দেখে

পাহাড়ের কান্না দেখে
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: খন্দকার নুরুল আলম
কণ্ঠ: সুবীর নন্দী
পাহাড়ের কান্না দেখে।।
তোমরা তাকে ঝর্না বলো
ঐ পাহাড়টা বোবা বলে কিছু বলে না
তোমরা কেন বোঝনা যে ?
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।
পাহাড়ের কান্না দেখে
তোমরা তাকে ঝর্না বলো।
(ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানেনা কত ব্যথায়
মেঘের হৃদয় হল কাজল)-২
তোমরা দেখো বৃষ্টি নূপুর।।
দেখনা,আঘাত ছাড়া মেঘ তো গলেনা
ঐ কালো মেঘ বোবা বলে কিছু বলেনা
তোমরা কেন বোঝনা যে ?
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।
পাহাড়ের কান্না দেখে
তোমরা তাকে ঝর্না বলো।
(ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানেনা কি আগুনে
রঙ্গের নেশা হলো আকুল)-২
তোমরা দেখ মিষ্টি বরণ।।
দেখনা,দহন ছাড়া অগ্নি জ্বলেনা
ঐ ফোটা ফুল বোবা বলে কিছুই বলেনা
তোমরা কেন বোঝনা যে?
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।
পাহাড়ের কান্না দেখে
তোমরা তাকে ঝর্না বলো
উ উ আ আ আ ও ও উ উ আ আ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply