ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

— – সংগৃহীত

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব

Doyal | দয়াল | Pulak | Forhad | Bangla Folk Song

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
তুমি সেইমতোন উড়াইলা আমার প্রাণ
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

দয়াল | Doyal – Lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply