গীতিকার:পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
🎤 মাধুরী চট্টোপাধ্যায়
তোমায় আমায় প্রথম দেখা
গানের প্রথম কলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায়
খেয়ালি পথ চলিতে
তোমায় আমায় প্রথম দেখা
গানের প্রথম কলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায়
খেয়ালি পথ চলিতে
তোমায় আমায় আলাপ হলো
সেই গানেরই অন্তরাতে
আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে…
কেয়া বনের পরাগ দিয়ে
সোহাগ করে অলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায়
খেয়ালি পথ চলিতে…
তোমার আমার অনেক কথার সঞ্চারিতে
শরৎ দোলে ফসল ভরা স্বর্ণালীতে
তোমায় আমায় প্রণয় হলো
গান ফুরোবার একটু আগে
পৌষালি আর ফুল ফাগুনের স্বপ্ন রাগে
গান হলো শেষ তোমার আমার
মিলন রাঙা হলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায়
খেয়ালি পথ চলিতে
তোমায় আমায় প্রথম দেখা
গানের প্রথম কলিতে…
Music
SONG
Tomar Aamar Pratham Dekha lyrics
ARTIST
Madhuri Chatterjee
ALBUM
Oli Aman Kore Noy
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1