We accept the love we think we deserve.

— Stephen Chbosky

তোমরা যেদিন শহরে আসবে

Metrolife | Tomra Jedin Shohore Ashbe | Official Lyrical Video 2021

শীত বিকেলের রোদ
ক্লান্ত সে অনুরোধ
রেখে গেছে প্রেয়সীর ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির
জীবনের গল্পটা ঝরে যায় চুপচাপ।
সে তো কানামাছি খেলা ছুটির বিকেলবেলা
উড়ে চলে হাওয়াতে, মিছে চাওয়াপাওয়াতে।
সুখগুলো বহুদূর,শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা জ্বলে ওঠে শেষবার
তারপর হয়ে যায় ফ্যাকাশে।

আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে
নীরবেই মিশে যায় আঙিনায়,
মৃত ঘাসফড়িঙ এর খণ্ডিত দেহে কী
রং খোঁজো বলো মিছে বাহানায়?
তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন
মেঘ হয়ে ভাসেনি এ আকাশে?

Metrolife | Tomra Jedin Shohore Ashbe | Official Lyrical Video 2021

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply