তুমি নেই আজ মনে পড়ে
মন ভরে যায় ব্যথায়
মানেনা মন পথ চেয়ে
তবু তোমারই আশায়
তোমার গানের স্নিগ্ধ সুরে
রয়েছো তুমি পৃথিবী জুড়ে
আশা নিয়ে বেঁধেছি যে ঘর
আসবে কবে ফিরে আবার
[হে গুরুদেব হে গুরুদেব]-২
[যুগে যুগে আজও রয়েছো তুমি
আমার পাশে বসে,
একপলকের একটু দেখা
তোমায় মনে পড়ে]-২
আকাশ কেন ডাকে যে আমায়
দীপ নেভানো রাতে
আশা নিয়ে বেঁধেছি যে ঘর
আসবে কবে ফিরে আবার!
[হে গুরুদেব হে গুরুদেব]-২
[আমার মনের ময়ূর-মহলে
বেদনার বালুচরে,
দেখব তোমায় দু’চোখ ভরে
রাতের প্রদীপ হয়ে]-২
আমার আঁধার ভুবনে তুম
ভরেছো চোখের জলে
আশা নিয়ে বেঁধেছি যে ঘর
আসবে কবে ফিরে আবার!
হে গুরুদেব হে গুরুদেব
হে গুরুদেব হে গুরুদেব
হে গুরুদেব হে গুরুদেব।
হে গুরুদেব
He Gurudev
এ্যালবাম: প্রেম চিরদিন
গীতিকার: দেবনাথ রায়
সুরকার: রুদ্রাশিস দত্ত
কণ্ঠ: কুমার শানু
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1