When you reach the end of your rope, tie a knot in it and hang on

— Franklin D. Roosevelt

ডুবে ডুবে যাই

ডুবে ডুবে যাই। কথা ও সুর: চমক হাসান

তোর চোখে লো
ডুবে ডুবে যাই, কোন অতলে হারাই
অতলে হারাই রে ডুবে ডুবে যাই
হাজারও ফুল-বাহারে, খুঁজে পেলাম যাহারে
সাজায়ে রাখি তাহারে মনের মণিকোঠায়
আমি এই ফাগুনে তোর আগুনে জ্বলে পুড়ে ছাই
তোর চোখে লো — ডুবে ডুবে যাই
দে সখি তোর দুঃখ-ব্যথা জ্বলিস নে একাকী
বিছায়ে দে তোর পরান, সুখের নকশিকাঁথা আঁকি
এমনি করে লক্ষ রাত্রি দোকলা জেগে থাকি
তোর লাজে রাঙা হাসি রে, প্রেম যমুনায় ভাসি রে
ফিরে ফিরে আসি রে কীসের নেশায়
আজ কোন মহুয়ায় মাতাল এ মন, নাই রে জানা নাই
তোর চোখে লো — ডুবে ডুবে যাই

ডুবে ডুবে যাই। কথা ও সুর: চমক হাসান


বাংলাদেশে গেলেই আমার স্বজন পরিজনদের নিয়ে আড্ডা বসে। এমন এক গানের আড্ডায় রেকর্ড করা, ২রা আগস্ট, ২০২২ রাতে। গানটা লিখেছিলাম ২০১৯ এ, এক বিয়ের আসরের জন্য। সেই আয়োজন করোনায় ভণ্ডুল হলো, গানটাও পড়ে ছিল। এবার স্বজনদের পেয়ে একসাথে গাইলাম, স্মৃতি হয়ে থাকবে পারিবারিক আড্ডাগুলোর।
কণ্ঠ, বাদ্য ও অন্যান্য কৃতজ্ঞতা:


মূল কণ্ঠ ও গিটার: চমক
গ্লাস: রাজা
ঝুনঝুনি: হিমি
গিটার (তাল): নিলয়
কোরাস, তালি, মন্তব্য, উৎসাহ প্রদান: হিমি, তুলি, রাজকন্যা, চারু, নিলয়, রাইমা, সুমাইয়া, তমাল, দৃষ্টি, মুক্তি, রানী, বেবি, রুবী, বহ্নি
ভিডিও ধারণ: সম্রাট, তাইফ
যাদের বাসায় আয়োজন: রুবী, সম্রাট, রাজকন্যা, সুহৃদ
গানের আগের খিচুড়ি পরিবেশন: দৃষ্টি, রুবী

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply