ব্যান্ড সগীত
জানিনা তো সে
এভাবে চলে যাবে
আমিতো জানিনাতো সে
শেষ কথা বলে যাবে
কি করে তুমি বলনা যে
স্মৃতি মুছে দিলে
ভাল সেই থাকাটুকু
আজ মনে রেখে
এই ব্যথা নিয়ে
কাঁদি সারা বেলা
ভালবাসার সেই কথা নিয়ে
আমি যে আপনহারা পথিকতো ছিলাম
তার সীমানা খুঁজিনি যে
জানিনা নাতো সে
কোথায় চলে গেছে
এই দেখোনা মিটিমিটি আকাশে
হাজার তারা জ্বলে আছে
তাই আজ সেই আঁধারে
পৃথিবীটা জেনে গেছে তুমি আমার
সেই ফেলে আসা
স্বর্ণালী দিন নীরবে যে
অশ্রু ঝড়ায়, অশ্রু ঝড়ায়
ভুলতে আমি পারিনি যে
গানের শিরোনামঃ জানিনাতো সে janina to she evabe chole jabe lyrics By hasan
ব্যান্ডঃ হাসান
গীতিকারঃ গোলাম মোর্শেদ
সুরকারঃ পঞ্চম
সঙ্গীত/কম্পোজারঃ পঞ্চম
প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক