If opportunity doesn’t knock, build a door.

— Milton Berle

জানিনাতো সে

ব্যান্ড সগীত

জানিনা তো সে
এভাবে চলে যাবে
আমিতো জানিনাতো সে
শেষ কথা বলে যাবে
কি করে তুমি বলনা যে
স্মৃতি মুছে দিলে
ভাল সেই থাকাটুকু
আজ মনে রেখে
এই ব্যথা নিয়ে
কাঁদি সারা বেলা

ভালবাসার সেই কথা নিয়ে
আমি যে আপনহারা পথিকতো ছিলাম
তার সীমানা খুঁজিনি যে
জানিনা নাতো সে
কোথায় চলে গেছে

এই দেখোনা মিটিমিটি আকাশে
হাজার তারা জ্বলে আছে
তাই আজ সেই আঁধারে
পৃথিবীটা জেনে গেছে তুমি আমার
সেই ফেলে আসা
স্বর্ণালী দিন নীরবে যে
অশ্রু ঝড়ায়, অশ্রু ঝড়ায়
ভুলতে আমি পারিনি যে

গানের শিরোনামঃ জানিনাতো সে janina to she evabe chole jabe lyrics By hasan

ব্যান্ডঃ হাসান

গীতিকারঃ গোলাম মোর্শেদ

সুরকারঃ পঞ্চম

সঙ্গীত/কম্পোজারঃ পঞ্চম

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply