নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

চিত্রা নদীর আলো

চিত্রা নদীর আলো

শৈশবের জ্ঞানহীন অসতর্ক মনে হারিয়ে যাওয়া
হঠাৎ খুঁজে পায় তোমায় এলোমেলো ভেজা চুলে,
তোমার আমার সবচেয়ে প্রিয় সেই চিত্রা নদীর পার
যুগ কেটেছে সময় কেটেছে শেষ বার দেখাও হয়নি !
সেই চিত্রা নদীর পার কিণারায় ।

চিত্রা নদীর আলো হয়ে এখনো ফুটে রয়েছো
সেই চিত্রা নদীর তীর ঘেষে
মাঝে মাঝে তোমায় স্মরণে রাখি
কোন এক রৌদ্রময় উজ্জ্বল দুপুরে ।

আমি হয়তো আবার ছুটে যাবো
পিপাসিত কন্ঠে তোমার নদীর পারে,
সেদিন তুমি পায়ে আলতা, নীল শাড়ী পরে
বসে থেকো চিত্রা নদীর পারে বেলা অবধি ।

যদি হয় তোমার সাথে দেখা বলব হৃদয়ের কথা
লিখেছি তোমায় নিয়ে যে কবিতা উড়িয়ে দিবো সেথা,
হাজারো পথের পর পথ তোমার সাথে সেই দেখা
হৃদয়ে ছুয়েছে এখনো শেষ হয়নি রয়েছে জমানো আশা ।

চিত্রা নদীর আলো হয়ে এখনো ফুটে রয়েছো
সেই চিত্রা নদীর সৌন্দর্য নির্জন প্রকৃতি’র দলে
আমি গিয়ে তোমার আলোতে উজ্জ্বলিত হবো
প্রথম সেই দেখার ছলে, মন ভূলা রঞ্জিত হৃদয়ে ।

Writer: মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply