Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

ও দয়াল বিচার করো,দাও গো তারে ফাঁসি

ও দয়াল বিচার করো-

দাও না তারে ফাঁসি।

আমায় গুণ করেছে, আমায় খুন করেছে-

আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি।

সে আমার মনের মানুষ বলে,

মরেছি অনেক জ্বালায় জ্বলে।

সে আমার মনের মানুষ বলে,

মরেছি অনেক জ্বালায় জ্বলে।

এবার দাও গো সমন, সাক্ষী দেব।

হব সর্বনাশী।

আমায় গুণ করেছে, আমায় খুন করেছে-

আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি।

বেজো না যখন-তখন, বলেছিলেম যারে।

সেকথা সত্যি ভেবে মরণজ্বালা আনতে সে কি পারে?

বেজো না যখন-তখন, বলেছিলেম যারে।

সেকথা সত্যি ভেবে মরণজ্বালা আনতে সে কি পারে?

আমি যে মুখেই মানা করি।

মরমে তারই পায়ে পড়ি।

আমি যে মুখেই মানা করি।

মরমে তারই পায়ে পড়ি।

ও দয়াল, ও দয়াল

দিব্যি করে বলছি তোমায়

তারেই ভালবাসি।

আমায় গুণ করেছে, আমায় খুন করেছে-

আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি।

আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি।

ও দয়াল বিচার করো

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply