May all beings have happy minds.

— Buddha

খণ্ড খণ্ড মানুষ

খণ্ড খণ্ড মানুষ উড়ে যাচ্ছে

নিয়তির ঝাপসা আকাশে

সুন্দর বেলুনের মতো

আমাদের বেলা শেষের উঠোনে

উড়ে আসছে সন্ধ্যার পাখি

ওদের রঙিন ঠোঁট দেখতে পাই না

শুধু ডাক ঝরে পড়ে সিঁদুর রঙের ধুলোয়

খণ্ড খণ্ড মানুষের ধূসর ডানায়

ঢেকে যায় নিসর্গের অপার্থিব জ্যোতি

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply