অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে৷

— জাহাবি

কার জন্যে এসেছেন? -শক্তি চট্টোপাধ্যায়

অদ্ভুত ঈশ্বর এসে দাঁড়িয়েছেন, মৃন্ময় উঠোনে
একদিকে শিউলির স্তূপ,
অন্যদিকে দ্বাররুদ্ধ; প্রাণ
কার জন্যে এসেছেন-
কেউ কি তা স্পষ্ট ক’রে জানে?
ঈশ্বর গাইছেন গান, তাঁর পথশ্রমে ক্লান্ত ধুলো
লেগে আছে দুটি পায়,
তবু তা স্পন্দিত হলো নাচে
কয়েকটি চিট্‌কেনা ছোটে
চেতনার আনাচে-কানাচে
একটু গেলে, শিমূলের তুলো …
ঈশ্বর কাঁদছেন একা,
সভায় যে কাঁদে সে সংসদে
মানুষের শুভ পণ্য বিক্রি ক’রে দেশবন্ধু সাজে
বন্যার আখুটে বালি সভ্যতা গঠনে লাগে কাজে
এই বলে যে ভাষায়,
সে কখনো ঈশ্বর দ্যাখে নি!
আমার ঈশ্বর এসে দাঁড়িয়েছেন সবার উঠোনে
একদিকে শিউলির স্তূপ, অন্যদিকে দ্বাররুদ্ধ প্রাণ
কার জন্যে এসেছেন-
কেউ কি তা স্পষ্ট ক’রে জানে?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0