কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না ।
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?
ধার লেগে হাত যেন কাঁটে না তোমার,
এই ভেবে ভেবে রাত কেটে যায় ।
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে,
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় ।
কি এক ঝড়, সে যে থামবে কবে?
আমি সারাদিন বসে জানালায় ।
যোগ-বিয়োগ করে আর কি হবে?
যদি ভাগ করে সুখে থাকা যায়।
থেকে যাও না, কেন চাও না
বলে গেলে কি এসে যায়?
ফিরে চাও না, কেন চাও না ?
না বেশি দেরি হয়ে যায়।
What’s your Reaction?
+1
276
+1
38
+1
12
+1
22
+1
28
+1
7
+1
34