হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

∆ভাষণকাল : ৭ মার্চ ১৯৭১।
∆ভাষণ শুরু : বিকেল ৩টা ২০ মিনিটে।
∆স্থান : রেসকোর্স ময়দান (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান), রমনা, ঢাকা।
∆মােট সময় : ১৮ মিনিট, মতান্তরে ১৯ মিনিট।
∆শব্দ সংখ্যা : ১১০৮টি।
∆ভিডিও রেকর্ডকারী : পাকিস্তান চলচ্চিত্র বিভাগের পরিচালক ও অভিনেতা আবুল খায়ের।
∆অডিও রেকর্ডকারী : এ এইচ খন্দকার।
∆শব্দ ধারণ : সৈয়দ মইনুল আহসান।
∆ভাষণে দাবি ছিল : ৪টি।
∆প্রথম লাইন : ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
∆শেষ লাইন : এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
∆ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘােষণা করে : ৩০ অক্টোবর ২০১৭।
∆ভাষণটি অনূদিত হয় : ১২টি ভাষায় (বাংলা ছাড়া)।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply