You will face many defeats in life, but never let yourself be defeated

— Maya Angelou

এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ

এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ
EI Je Amar Matribhumi Ei Je Amar Desh
তাল: দ্রুত দাদরা
কথা: অলোক বসু বাপী
সুর: উজ্জ্বল ব্যানার্জী
[এই যে আমার মাতৃভূমি,এই যে আমার দেশ,
এই দেশেরই ধুলোবালি,ভালো লাগে বেশ]-২
[এই দেশেতে জন্ম নিয়ে
প্রাণ যে আমার ভরা,
সোনালী আঁশে ফল ফসলে
হাসে চন্দ্র তারা]-২
আয়রে তোরা ছোট্ট ছেলে
আয়রে নবীন দল।
স্বাধীন দেশের মাটির উপর
বুক ফুলিয়ে চল।
এই যে আমার মাতৃভূমি,এই যে আমার দেশ
এই দেশেরই ধুলোবালি,ভালো লাগে বেশ।
[স্বাধীন দেশের স্বাধীন আশা
স্বাধীন মোদের প্রাণ,
স্বাধীন হলো সোনার বাংলা,
গাইরে স্বাধীন গান]-২
লাখো শহীদের রক্তে পাওয়া
মোদের এদেশ ভাই।
স্বাধীনতার যোগ্যসূত্রে
গড়ে নিতে চাই।
[এই যে আমার মাতৃভূমি,এই যে আমার দেশ,
এই দেশেরই ধুলোবালি,ভালো লাগে বেশ]-২
ভালো লাগে বেশ,ভালো লাগে বেশ
ভালো লাগে বেশ,ভালো লাগে বেশ।

What’s your Reaction?
+1
83
+1
38
+1
9
+1
14
+1
20
+1
17
+1
17

Leave a Reply