এই যে আকাশ আর এই যে মাটি
Ei Je Aakash Aar Ei Je Maati
ছায়াছবি: প্রণমি তোমায়
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু ও মোঃ আজিজ
[এই যে আকাশ আর এই যে মাটি
সবই যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই
গায় গো তোমারি জয়গান]-২
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর।
বিপদে আপদে তাই দলে দলে
তোমার চরণ ছুঁতে মানুষ চলে
তোমার স্মরণ নিলে দুঃখীর দুখ
হাসিমুখে জানি তুমি করে দাও ত্রাণ
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর।
[শপথের জল নিয়ে চলেছি যে তাই,
তোমার মাথায়টাতে ছড়াতে যে চাই]-২
আসুক যতই কেন প্রলয় বাঁধা
মেটাও মনের আশা ওগো ভগবান।
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর।
তুমি শেখালে নাথ পিতা স্বর্গ
পিতার কারণে নিয়ে চলি অর্ঘ্য
পরম পিতার কাছে এতো নিবেদন
বিফল করোনা ওগো করুনা নিদান
প্রণাম তোমায় হে তারেকশ্বর
তোমার আসন জানি সবার উপর।
[বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ,
আমার মানত শুধু একটি জীবন]-২
কত পাপী কত তাপী হল উদ্ধার
বাঁচাও একটি ভালো মানুষের প্রাণ
এই যে আকাশ আর এই যে মাটি
সবই যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই
গায়গো তোমারই জয়গান
[প্রণাম তোমায় হে তারেকশ্বর,
তোমার আসন জানি সবার উপর]-২
প্রণাম তোমায় হে তারেকশ্বর
তোমার আমার হে তারেকশ্বর
[প্রণাম তোমায় হে তারেকশ্বর]-২
………………………………………………………………………..
[Ei je akash ar ei je mati
sabi je tomar deoya dan
Tomari kheyale gara manush je tai
Gayago tomari jayagan]-x2
Pronam tomay he tarokeshwar
Tomar ason jani sabar upor.
Bipode apode tai dole dole
Tomar charon chunte manush cole
Tomar smoron nile dukhira dukh
Hasimukhe jani tumi kare dao tran
Pronam tomay he tarokeshwar
Tomar ason jani sabar upor.
[Shapother jol niye cholechi je tai,
Tomar mathaytate charate je cai]-x2
Asuk jotoi keno praloy bandha
Metao moner asha ogo bhagoban
Pronam tomay he tarokeshwar
Tomar ason jani sabar upor.
Tumi shekhale nath pita sworgo
Pitar karone niye choli arghyo
Parom pitar kache eito nibedon
Biphol karona ogo karuna nidan
Pronam tomay he tarokeshwar
Tomar ason jani sabar upor.
[Banchiyecho kato tumi akal maron,
Amar manot shudhu ekti jibon]-x2
Kato papi kato tapi halo uddhar
Banchao ekti bhalo manusher pran
Ei je akash ar ei je mati
Sobi je tomar deoya dan
Tomarai kheyale gara manush je tai
Gaygo tomari joygan
[Pronam tomay he tarokeshwar,
Tomar ason jani sabar upor]-x2
Pronam tomay he tarokeshbar
Tomar amar he tarokeshbwr
[Pronam tomay he tarokeshwar]-x2
এই যে আকাশ আর এই যে মাটি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1