Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

ইশারায় শিস দিয়ে

ইশারায় শিস দিয়ে
Isharay Shish Diye
ছায়াছবি: বন্দিনী (১৯৭৬)
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আনোয়ার পারভেজ
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
লাজে মরি,মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না।
ষোলোটি বছর পার হয়েছে
বুঝিনি কখনও আগে
জীবনে প্রথম ফাগুন এলেই
মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে যখন
এখন আমি কী করি?
লাজে মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না।
না পারি রইতে না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভেনা জলে,এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা মেটাতে প্রেমের সাগরে
দু’জনেই ডুবে মরি
লাজে মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
লাজে মরি,মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply