Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

আমি তফাৎ বুঝি না

–::শ্যামা সঙ্গীত::–
আমি তফাৎ বুঝি না (গায়ক: মান্না দে)

আমি তফাৎ বুঝি না… দুজনায় তফাৎ বুঝি না,
আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা |

যখন মায়ের কাছে আসি দেখি মায়ের মুখের হাসি, (২)
আমার দুচোখ দেখে দুইটি মা নয়.. দুচোখ দেখে দুইটি মা নয়…
একটি মায়ের একই প্রতিমা |

মা হওয়া নয় মুখের কথা, মাকে দেখে বুঝি, ভালোবাসার শেষ ঠিকানা, মায়ের কাছে খুঁজি (২),
মা কখনো হয় কি দুভাগ, ভিন্ন কি হয় মায়ের সোহাগ, (২)
আমার মানবী মা দেবী মায়ের হৃদয় যে একই করুণা |

আমি তফাৎ বুঝি না (শ্যামা সঙ্গীত) [Aami Tofat Bujhi Na lyrics(Shyma Sangeet)]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply