বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ
বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান
আমরা সবাই বাঙালী ।।
তিতুমীর, ঈসা খাঁ, সিরাজ
সন্তান এই বাংলাদেশের
ক্ষুদিরাম, সূর্যসেন, নেতাজী
সন্তান এই বাংলাদেশের।
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
‘জয় বাংলা’ বলে রে ভাই।।
ছয়টি ছেলে বাংলাভাষার
চরণে দিল প্রাণ
তাঁরা বলে গেল ভাষাই ধর্ম
ভাষাই মোদের মান।
মাইকেল, বিশ্বকবি, নজরুল
সন্তান এই বাংলাদেশের
কায়কোবাদ, বিবেকানন্দ, অরবিন্দ
সন্তান এই বাংলাদেশের।
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কা সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
‘জয় বাংলা’ বলে রে ভাই।
♪
শিরোনাম: আমরা সবাই বাঙালী
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: শ্যামল গুপ্ত
ধরণ: দেশাত্মবোধক গান
banglar hindu banglar buddha lyrics
amra sobai bengali