Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

আকাশের চাদঁ

নিঝুম রাতে চুপটি করে,,,
দেখব আকাশের তারা……
আনমনে হয়ে ভাবব তোমায়,,,
রিদয় দেবে নাড়া…..
ভাব জমিয়ে তারার সাথে,,,
বলব অনেক কথা…..
হটাৎ করেই পড়বে মনে,,,
তোমার দেয়া বকা…..
চুপটি করে ভাবব তোমায়,,,
বাড়িয়ে দিয়ে হাত…..
তবুও তোমায় পাবোনা, হায় !!!
তুমি যে আকাশের চাঁদ……..,,🌙,,…..

Writer: Hajera

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply