n the end, it’s not the years in your life that count. It’s the life in your years

— Abraham Lincoln

অলির কথা শুনে বকুল হাসে

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়

অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো তুমি
আমার কথা শুনে হাসো না তো!
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই, তাহার মতো তুমি
আমার কাছে কভু আসো না তো!
আকাশ পাড়ে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পাড়ে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই, তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো!
অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো!
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালোবাসে
কই, তাহার মতো
তুমি আমায় তবুও ভালোবাসো না তো!
অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো!
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই, তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply