Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

★পুরনো এলবাম থেকে★

(ABBA এর গান ‘The winner takes it all’ থেকে কবিতার কনটেক্সট মাথায় আসে)

যে জিতবে সে সবই নেবে

বাজি ছিলো এটাই;

তবে যারা হেরে গেল

কাঁদছে কেন সাঁই?

সবার কাছেই সাহস ছিল

সবাই ছিল ক্ষ্যাপা;

তবে যারা হেরে গেল

ভিতর কি ছিল ফাঁপা?

ভিতর ছিল তাদের বরফ কঠিন,

আশা ছিল বুনো;

তাই তো তারা হেরে গিয়ে

হচ্ছে ঘরকুনো!

এটাই ছিল সেই বাজি

সেরা যেখানে সবাই,

কে জিতবে বলতে গেলে

উধাও হতো হাই!

এই বাজিতেও বাজি ছিল!

বাতাস ছিল বেজায় গরম,

সবাই তারা মরিয়া ছিল

জেতার নেশায় মত্ত চরম।

সবাই জানে এ খেলাতে

হারবে সবাই, জিতবে শুধু একজনে,

জয়ী হবে সেই জনা

ভাগ্য থাকবে যাহার সনে।

এই যে যারা হেরে গেল

হেরে গিয়ে সব হারালো,

সব হারিয়ে, ঘুম তাড়িয়ে

নেশায় নেশায় বুক জুড়ালো।

এবার তাদের আসল লড়াই

হেরে গিয়েও করবে বড়াই,

জীবন-যুদ্ধই বড় যুদ্ধ

এ কথাটা বুঝবে তারাই।

আর যারা হেরে গিয়ে

আত্মহননের পথে যাবে,

তারা শুধু এই সমাজে

একটু চোখের জলই পাবে।

Writer: পিকাসো (এস.এম.রায়হান চৌধুরী)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply