কুমোর-পাড়ার গোরুর গাড়ি-
বোঝাই করা কলসি হাঁড়ি।
গাড়ি চালায় বংশীবদন,
সঙ্গে যে যায় ভাগ্নে মদন।
হাট বসেছে শুক্রবারে
বক্শিগঞ্জে পদ্মাপারে।
জিনিস-পত্ৰ জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে।
উচ্ছে বেগুন পটল মুলো,
বেতের বোনা ধামা কুলো,
সর্ষে ছোলা ময়দা আটা,
শীতের র্যাপার নক্শা-কাটা।
ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,
শহর থেকে সস্তা ছাতা।
কল্সি-ভরা এখো গুড়ে
মাছি যত বেড়ায় উড়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1