Give, even if you only have a little.

— Buddha

স্বপ্নদিন

আকাশ থেকে ঘোড়া নামছে

ক্ষেত মজুরের বাড়ির সামনে

শুভদিন কি আসছে তবে?

দাঁড়িয়ে ভাবছি আনমনে

ঘোড়ার ডানায় বৃষ্টিরেখা

মেঘচাদরে শরীর ঢাকা

কপাটবিহীন দরজা ধরে

কালপ্রতিমাকে খুঁজছি একা

উড়তে চাই দূর গগনে ঘোড়সওয়ারী

দুঃখগুলো বিরহগুলো বনের পাখি

যাক উড়ে যাক, প্রাণ ফিরে পাক

          নষ্ট তরী 

ভাসতে ইচ্ছে, হাসতে ইচ্ছে

আজকে শুভদিন সওয়ারী

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply