Patience is the key to joy.

সুদীপ্ত

সুদীপ্তর কাছে কিছুক্ষণ বসি
সুদীপ্ত এখন আলো হয়ে গেছে

আমাদের কত ধুলো পা অন্ধকারে হেঁটেছে
আমাদের চিকিৎসাহীন কত বিষাদ
আত্মদগ্ধ গান নীরবে গেয়েছে;
বিষপান করতে করতে মরে গেছি
তবুও দরজা খোলেনি প্রেম।

অনেক অনেক দিন পর সুদীপ্ত এখন সূর্য
আমরাও নবজন্মের কাছে ফিরে এসে
আবার মাতৃগর্ভের দ্বারে প্রার্থনা করেছি

সুদীপ্ত আজ নতুন সকাল

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply