অন্যকে কখনও নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে।

— গৌতম বুদ্ধ

সাবধান আজ ভাষ্যকার

হেতুর নাকের নথ খুলে রাখো

চুল কেটে দাও কল্পনার

বাজিয়ো না দূরের বাঁশি

ঐশ্বর্যের পথ আগলে

আর কতকাল পাহারা দেবে ?

প্রেমের বাসা বুনতে বুনতে

চলে যাচ্ছে বর্ষাকাল

শূন্যবাসায় ডিম পাড়ছে দুঃখপাখি

মূর্খ আলোর সামনে দিয়ে

রোজ যাচ্ছে অন্ধকার

তার আবেগে ভিজে যাচ্ছে

বিকেলের রক্তরাগ

হেতুর পোশাক উড়ছে বাতাসে

সাবধান আজ ভাষ্যকার

ভাষ্যকারকে সবাই চেনে

আমরা শুধু ছায়া দেখি

মাঠ পেরোচ্ছে ঘোড়সওয়ার…

লেখক: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply