সাপ

দুধ দিয়ে সাপ পুষছি
সাপের ফণা দেখব কবে
ফণার ভেতর বিষের থলি
এক ছোবলেই জানিয়ে দেবে।

অন্ধকারে গর্ত খুঁড়ে
এখানে রোজ তার বসতি
গোপন আদরে বেড়ে ওঠে
নিষিদ্ধ সব ইচ্ছেগুলি।

পথের মোড়ে দাঁড়িয়ে দেখি
অস্ত রোদের রঙিন আলোয়
সাপ খেলছে আপন মনে
মেলেছে ডানা আকাশমুখি।

তার চোখে চোখ জ্বলে যায়
বুঝতে পারি চোখের ভাষা
কাল মহাকাল প্রলয়শিখায়
করতে থাকে যাওয়া-আসা।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

One response to “সাপ”

Leave a Reply