সাপ 🐉

ভিতরে ভিতরে সবাই সাপ পোষে
সুযোগ পেলে নাচায়
বাইরে শুধু সাপুড়েকেই দ্যাখে

আমারও অনেক সাপ আছে
মাঝে মাঝে তারাও গর্জন করে
সাবধানে থাকি

কত যে রঙিন ওরা
দ্বি-ফলা জিভ বের করে
মনের ভিতরে অনেক গর্ত
গর্তে গর্তে ওরা বাস করে

বাইরে শুধু ঢেউখেলা চুল
টেরি কাটা, রঙিন পোশাক
সুগন্ধ ছড়ায়, হাসে

ক‌োনও কোনও দিন
আত্মদংশনের ক্ষত সারাই করি নিজে
কোনও কোনও দিন ঝলসে যাই
আত্মদংশনের বিষে।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply