• সৌরজগতের মোট গ্রহ– ৮ টি
• সৌরজগতের মোট উপগ্রহ- ১৭৩ টি
• সবচেয়ে বড় গ্রহের নাম– বৃহস্পতি
• সবচেয়ে ছোট গ্রহের নাম — বুধ
• সূর্যের নিকটতম গ্রহের নাম –বুধ
• পৃথিবীর নিকটতম গ্রহের নাম– শুক্র
• লাল গ্রহ বলা হয়– মঙ্গল গ্রহকে
• সবুজ গ্রহ বলা হয়— ইউরেনাসকে
• বৃহস্পতির উপগ্রহ সংখ্যা –৬৭ টি
• শনির উপগ্রহ সংখ্যা– ৬২ টি
• ইউরেনাসের উপগ্রহ সংখ্যা- ২৭ টি
• নেপচুনের উপগ্রহ সংখ্যা -১৪ টি
• মঙ্গলের উপগ্রহ দুটি- ২ টি
• সবচেয়ে বড় উপগ্রহ – টাইটান
• জ্যোতিষ্ক কত প্রকার– ৭ প্রকার
• হেলবপ ধুমকেতু আবিষ্কৃত – ১৯৯৫ সালে
• হিগস-বোসন কণা আবিষ্কৃত — ২০১২ সালে
• মহাকাশে তারকার বিস্ফোরণ কে বলে –সুপারনোভা
• পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন– রেখা নিরক্ষরেখা
• নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সূর্যের সময় লাগে– ২৫ দিন
• ধ্রুবতারা দেখা যায় –উত্তর গোলার্ধে
• কোন গ্রহের হাজার বলয় আছে– শনি
• মিল্কিওয়ে হচ্ছে একটি –নীহারিকা মন্ডল
• পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে কত তারিখে– ১ জানুয়ারি
• সূর্য হতে পৃথিবীর দূরত্ব– ১৫ কোটি কিলোমিটার / ৯ কোটি মাইল
• মানুষ প্রথম চাঁদে পা রাখেন– ২০ জুলাই, ১৯৬৯ সাল ( অ্যাপোলো-11 এর মাধ্যমে )
• ওজোন স্তর কোথায় থাকে– স্ট্রাটোস্ফিয়ারে
• পৃথিবীর বারিমন্ডলের জলরাশি কত ভাগ জল ভূগর্ভে ধারণ করে– ০.৬৮%
• সমুদ্র স্রোতের অন্যতম কারণ– বায়ু প্রবাহের প্রভাব
• পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে— নিরক্ষীয় অঞ্চলে
• সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালক কে কি অনুসরণ করতে হয় –সমুদ্র স্রোত
• ট্রানজিস্টর প্রথম আবিষ্কার করেন– জে বার্ডিন ( ১৯৪৮ সালে )
• ট্রানজিস্টর এর অপর নাম কি– অর্ধপরিবাহী ট্রায়োড
• ট্রানজিস্টর ব্যবহৃত হয়– বিবর্ধক ও সুইচ হিসেবে
• ইলেক্ট্রনিক্স এর বিপ্লব শুরু হয়– ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
• আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন– জ্যাক কেলবি ( ১৯৫৮ সালে )
• আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে– ইন্টিগ্রেটেড সার্কিট
• মোটর, জেনারেটর ও ট্রান্সফর্মারে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয় — অস্থায়ী চুম্বক
• একটি ট্রানজিস্টর এর সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটি — বেস
• পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে অ্যামাইনো এসিডের সংখ্যা– ২০ টি
• বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয়– ১৯৮১ সালে ( যুক্তরাষ্ট্রে )
• বাংলাদেশে প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয় –১৯৮৯ সালে
• বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়–১৯৭৬ সালে
• বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন — ১৯৭৬ সালে
• বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয়– ১৯৭৯ সালে
• যক্ষা রোগের টিকার নাম — বিসিজি টিকা
• হাম রোগের টিকার নাম — এমএমআর
• ধনুষ্টংকার এর টিকার নাম – ডিপিটি
• টিটি টিকা নিতে হয় কয় ডোজে– ৫ ডোজে
• গর্ভাবস্থায় মায়ের জন্য অত্যাবশ্যকীয় টিকা কোনটি — টিটি
• গর্ভকালীন সময় প্রথম তিন মাস মায়েদের কে কি দেওয়া হয়– ফলিক অ্যাসিড
• একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআই কত হওয়া উচিত– ১৮.৫০থেকে ২৪.৯০
• আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কে– ট্রিপসিন
• দুধের রং সাদা হয় কেন– প্রোটিনের জন্য
• ডালে কোন খাদ্য উপাদান বেশি পরিমাণ থাকে– আমিষ
• আমিষের পরিমাণ সবচেয়ে বেশি কোথায়– শুটকি মাছে
• কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে– আমিষ
• রক্তশূন্যতার জন্য কোন “ভিটামিন বি” দায়ী– বি-১২
• সিদ্ধ চালে কি পরিমাণ শ্বেতসার থাকে– ৭৯%
• টমেটোতে কোন এসিড থাকে– ম্যালিক এসিড
• থিয়ামিন এর অভাবে কোন রোগ হয় –বেরিবেরি
• কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয় –ভিটামিন বি ২
• মাছের সম্পূরক খাদ্য হিসেবে কি ব্যবহার করা হয় –চালের কুড়া
• কলোজেন কি– এক ধরনের প্রোটিন
• মানবদেহে খনিজ লবণ থাকে কত ভাগ — ৪%
• ইক্ষু চিনি বা বিটা চিনি বলা হয় কাকে– সুক্রোজকে
• কোনটি মনোস্যাকারাইড– গ্লুকোজ
• নেশা সামগ্রী আফিমের মূল উৎস কি– পপি
• ভিটামিন- ই এর কাজ কি– প্রজনে সহায়তা করা
• টায়ালিন কোন ধরনের খাবার পরিপাক করে –শর্করা
• ল্যাকটোজ কি–এক প্রকার কার্বোহাইড্রেট
• ছত্রাকের সঞ্চিত খাদ্য কি — গ্লাইকোজেন
• এনজাইম হল মূলত– এক প্রকার প্রোটিন
• পেপসিন হলো — একপ্রকার এনজাইম
সাধারণ জ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1