Give, even if you only have a little.

— Buddha

সম্পর্ক

যাকে মনে রেখে রেখে ফুল ফোটাই
আমার বাঁচার বৃক্ষে আবার নতুন পাতা আসে
যাকে মনে রেখে রেখে আন্দোলিত শাখা-প্রশাখায়
এখনও বিলম্ব বসন্ত এসে হাসে

সে কি আমার স্মৃতির পথে আসে?
নিভৃত মুহূর্তগুলি যার স্পর্শে রঙিন
রঙিন চপ্পল তার এইখানে থেমে যায় এসে!

বরষার মেঘেরা সরে যায় একে একে
জল দিতে দিতে তাদের কলস শূন্য হয়
পাখিরা ডেকে ডেকে কত ডাক রেখে যায়
শূন্য ঘরের দরজা এখনও উন্মুখ জ্যোৎস্নায়

এখনও বাজেনি তার চুড়ি
অনন্ত বলয়ে এক সম্পর্ক বাঁধা আছে!

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply